চট্টগ্রাম আদালত ভবন
চট্টগ্রাম আদালত ভবন

পুলিশ হেফাজত থেকে পালাল হত্যা ও মাদক মামলার দুই আসামি

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে দুই আসামি পালিয়েছে। তাঁরা হলেন ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে পালিয়ে যান তাঁরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, লোহাগাড়া থানার হত্যা মামলার আসামি ইকবাল হোসেন ও সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে আজ ধার্য দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। আদালতে হাজিরা শেষে তাঁদের জেলা হাজতখানায় রাখা হয়। সেখান থেকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য অন্য আসামিদের সঙ্গে এই দুজনকে প্রিজন ভ্যানে তোলার জন্য বের করে পুলিশ; কিন্তু প্রিজন ভ্যানে না উঠে ওই দুই আসামি পালিয়ে যান।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যম মো. রাসেল আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘দুজন আসামি পালানোর ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।’