কক্সবাজার পৌর নির্বাচন

বিদ্রোহী প্রার্থী হওয়ায় মাসেদুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজার পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হককে দলের সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক (বর্তমান মেয়র) মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।

ফরিদুল ইসলাম চৌধুরী রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, মাসেদুল হক দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জন্য কেন্দ্রের সিদ্ধান্তে তাঁকে (মাসেদুল হক) জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ নম্বর অনুচ্ছেদের (ক) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।

বিবৃতিতে উল্লেখ করে হয়েছে, দল মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যেকোনো পর্যায়ের নেতা–কর্মী অবস্থান নিলে তাঁদেরও দল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে মাসেদুল হক প্রথম আলোকে বলেন, তাঁর বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজান্মেল হক জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাঁর পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলের মনোনয়ন অযোগ্য প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে বলেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ভোটারদেরও বেশ সাড়া পাচ্ছেন।

দলীয় নেতা–কর্মীরা জানিয়েছেন, শুরুতে দলের মনোনয়ন চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেন মেয়র মুজিবুর রহমান, মাসেদুল হকসহ জেলা আওয়ামী লীগের সাতজন নেতা। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মেয়র পদে মনোনয়ন দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার বর্তমান প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে।

কিন্তু পরের দিন নাগরিক কমিটির প্রার্থী হিসেবে মেয়র পদে লড়ে যাওয়ার ঘোষণা দেন মাসেদুল হক। এখনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন তিনি। তাঁর প্রতীক নারকেলগাছ।

মাসেদুল হকের ছোট ভাই শহিদুল হক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। একমাত্র বোন তাহমিনা হক জেলা যুব মহিলা লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এই দুই ভাইবোনকে মাসেদুল হকের পক্ষে প্রচারণায় দেখা যাচ্ছে না। মাসেদুল হকের আরেক ভাই শাহিনুল হক কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কায়সারুল হক কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। শুরু থেকে এই দুই ভাই মাসেদুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।