
ভূমিকম্পে নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। সদর উপজেলায় ছাদ ধসে বাবা-ছেলে দেলোয়ার ও ওমর ফারুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া পলাশে নাসির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং কাজম আলী দেয়ালচাপায় মারা যান। শিবপুরে ফোরকান মিয়া গাছ থেকে পড়ে মারা যান। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।