মাকে কুপিয়ে জখম, ৯৯৯–এ ফোন পেয়ে ছেলেকে ধরল পুলিশ

কুপিয়ে মাকে জখম করার অভিযোগ গ্রেপ্তার ইমন হোসেন
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় বঁটি দিয়ে কুপিয়ে মাকে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সুবিল ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করলে ছেলে ইমন হোসেনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে মায়ের কাছে মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন ইমন। টাকা না দেওয়ায় বঁটি দিয়ে মাথায় আঘাত করে মাকে জখম করেন তিনি। স্থানীয় লোকজন ওই নারীর চিৎকারে ছুটে এসে ৯৯৯–এ কল করলে দেবীদ্বার থানা-পুলিশ এসে ইমনকে আটক করে। পরে স্থানীয় লোকজন আহত মা খোরশেদা বেগমকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইমনের বাড়ি নয়াকান্দি গ্রামে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে আহত খোরশেদা বেগম সন্তানের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা করেন। পরে পুলিশ সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইমনকে বুধবার কুমিল্লার আদালতে হাজির করে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।