সাতক্ষীরা জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে বুধহাটার করিম সুপার মার্কেটের ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে
সাতক্ষীরা জেলা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে বুধহাটার করিম সুপার মার্কেটের ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে

আশাশুনিতে লতিফুর রহমান ও ফারাজের মৃত্যুবার্ষিকীতে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার আশাশুনিতে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বুধহাটার করিম সুপার মার্কেটের ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালে এই ক্যাম্প শুরু হয়। এ ক্যাম্পের আয়োজন করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জেলা শহর থেকে বুধহাটা করিম সুপার মার্কেটের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। সকাল সাড়ে আটটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, দুই শতাধিক মানুষের ভিড়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ব্যক্তিদের কারও সমস্যা হৃদ্‌রোগ বা ডায়াবেটিস, কেউ গাইনি রোগ বা অ্যালার্জিতে ভুগছেন।

আশাশুনির বুধহাটা গ্রামের শারমিন সুলতানা (২৮) বলেন, ‘আমি অনেক দিন ধরে গাইনি রোগে ভুগছি। শুনেছি, এখানে লতিফুর রহমান ও ফারাজের নামে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে, তাই চলে এসেছি।’ গুনাকরকাটি গ্রামের তাসলিমা খাতুন (২৫) বলেন, ‘আমি প্রসূতির সমস্যা নিয়ে এসেছি। একজন নারী চিকিৎসক আমাকে দেখেছেন। ওষুধও দিয়েছেন।’ নৈকাটি গ্রামের মহব্বত আলী (৬৫) বলেন, ‘আমি ডায়াবেটিসের জন্য এসেছি। চিকিৎসক মিনাক কুমার বিশ্বাস আমাকে দেখেছেন। ওষুধও পেয়েছি।’

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জ্যেষ্ঠ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘প্রয়াত লতিফুর রহমান ও ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুদিন উপলক্ষে আমরা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সকাল সাড়ে ৯টায় চিকিৎসাসেবা শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ২১০ রোগী নিবন্ধন করেছেন। এর মধ্যে শতাধিক রোগীকে বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, বিকেল চারটা পর্যন্ত ক্যাম্প চলবে। আশা করা হচ্ছে, দিন শেষে ৪৫০ থেকে ৫০০ রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া যাবে।

ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্পের এ আয়োজন করা হয়েছে

এই ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার, মেডিসিন ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ মিনাক কুমার বিশ্বাস এবং নারী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অনামিকা বাছাড়। সহযোগিতা করছেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের এলাকা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র হালদার, মাঠ ব্যবস্থাপক কামাল হোসেন, মেডিকেল সার্ভিসেস অফিসার কামারুজ্জামান ও দীপক কুমার রায়।

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ২০২০ সালের ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ছিলেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি। তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেন ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত হন। ওই ঘটনায় ২০ জন নিহত হয়েছিলেন।