চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়েছে। বিধি অনুযায়ী, মনোনয়নপত্র জমা বা তোলার সময় মিছিল করা যাবে না, পাঁচজনের বেশি সমর্থক আনা যাবে না এবং ডোপ টেস্ট করাতে হবে। প্রচারণায় ব্যক্তিগত আক্রমণ, গুজব বা সম্মানহানিকর মন্তব্য করা যাবে না। বিধি ভঙ্গ করলে ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বহিষ্কার করা হতে পারে। আগামী ১২ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।