চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্যাস ফুরিয়ে যাওয়ায় রাতে হোটেলে খেতে যান এক ছাত্রী। রাত ১১:১৫ মিনিটে হোস্টেলে ফিরলে দারোয়ান গেট না খোলায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দারোয়ান ওই ছাত্রীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে সহ-উপাচার্যসহ বহু আহত হন। এ ঘটনায় করা মামলায় দারোয়ানের নাম না থাকায় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগী ছাত্রী। তিনি ঘটনার বিচার চান।