গ্রেপ্তার
গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর মাসুদ ও রায়হান হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চাঞ্চল্যকর মাসুদ ও রায়হান হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আজ রোববার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম।

পুলিশ সুপার বলেন, নাচোলে রায়হান ও মাসুদ রানা হত্যা মামলার ১ নম্বর আসামি মো. শাহিন রেজা (২২)। ঘটনার পর থেকেই মামলার আসামিদের ধরতে প্রশাসন তৎপর ছিল। চলছিল গোয়েন্দা কার্যক্রমও। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ঢাকার সাভার থানা এলাকা থেকে শাহিন রেজাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে একই দিন ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে মামলার ৭ নম্বর আসামি মো. সামাদ আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যমতে খুনের ঘটনাস্থলের পাশে ময়লার স্তূপ থেকে লোকজনের উপস্থিতিতে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এরপর উভয় আসামিকে আদালতে হাজির করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ১৭ ডিসেম্বর রাত ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে ফেরার পথে এক কিশোরসহ দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুজন হলেন ফতেপুর ইউনিয়নের আবদুর রহিমের ছেলে রায়হান (১৫) ও এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২২)। মাসুদ রানা নাচোল উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। এ ঘটনায় মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করা হয়েছে।