
ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবির দিনে এসএসসি পরীক্ষার তারিখ হওয়ায় খাগড়াছড়িতে রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ সদস্য ধনঞ্জয় ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, সাধারণ সম্পাদক পিন্টু চাকমা, শিক্ষার্থীদের প্রতিনিধি অনিন্দা চাকমা প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি উৎসবের দিনে নির্ধারিত এসএসসির পরীক্ষার তারিখ পরিবর্তন ও নতুন রুটিন প্রকাশের দাবি জানান। পাশাপাশি উৎসবের সময় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানান তাঁরা। মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর খাগড়াছড়ি জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।