ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘুম ভাঙতেই মেয়ে দেখল মা নিথর, বাবা ঝুলছে আড়ায়

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন একই গ্রামের আবদুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) ও তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)। এই দম্পতির ৮ ও ৬ বছর বয়সী দুই মেয়েসন্তান আছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন হাই ও মোমেনা দম্পতি। পাশের কক্ষে ঘুমাচ্ছিল তাঁদের দুই মেয়ে। আজ সকালে ছোট মেয়ে জেগে দেখে, মায়ের নিথর দেহ বিছানায় পড়ে আছে এবং বাবার দেহ ঘরটির আড়ার সঙ্গে একটি রশিতে ঝুলছে। পরে সে বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশীদের ডাক দেয়। তারা ঘরে হাই ও মোমেনাকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে প্রথমে হাই তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন। পরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।