চাষাঢ়ায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকান। আজ শুক্রবার সকালে
চাষাঢ়ায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকান। আজ শুক্রবার সকালে

নারায়ণগঞ্জে চাষাঢ়া হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে ৩০ দোকান, আহত ৫

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সিটি করপোরেশনের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পোশাক, জুতা, কনফেকশনারি, ব্যাটারিসহ বিভিন্ন ধরনের দোকান পুড়ে যায়। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পোশাকের দোকানের মালিক মো. মুন্না বলেন, ‘আমার দোকানে ২৫–৩০ লাখ টাকার পোশাক ছিল। সব শেষ হয়ে গেছে।’ কনফেকশনারির দোকানের মালিক আবদুল হান্নান বলেন, ‘আগুনের খবর পেয়ে ছুটে এসে শুধু একটি ফ্রিজ বের করতে পেরেছি। বাকি সব পুড়ে গেছে। প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ ব্যাটারির দোকানের মালিক ফরিদ মিয়া জানান, তাঁর দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল, যা আগুনে পুড়ে গেছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালায়। আগুনে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম বলেন, হকার্সদের পুনর্বাসনের জন্য সিটি করপোরেশনের উদ্যোগে টিনশেডের ৬৪২টি দোকান নির্মাণ করা হয়েছিল। সেখানকার ৩০টি দোকান পুড়ে গেছে। বাজারে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় চেম্বার অব কমার্স ও সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান।