Thank you for trying Sticky AMP!!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৯ দশমিক ৬১ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪টি শিফটে গড়ে ২৯ দশমিক ৬১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও সি ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক শহীদুল আলম।

শহীদুল আলম বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা চার পালায় অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষায় পাস করেছেন ২২ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী, দ্বিতীয় শিফটে ৩৮ দশমিক ৩১ শতাংশ, তৃতীয় শিফটে ৩২ দশমিক ৯৫ শতাংশ এবং চতুর্থ শিফটে ২৪ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া সি ইউনিটভুক্ত অবিজ্ঞান গ্রুপে পাসের হার ৮৮ দশমিক ৩২ শতাংশ।

গত ২৯ মে সি ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের ২৬টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন রয়েছে ১ হাজার ৫৩৩টি। এবার কোটাসহ মোট ৭৫ হাজার ৮৫১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।