ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে মারা যাওয়া শিশু সিয়ামের স্বজনদের আহাজারি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে মারা যাওয়া শিশু সিয়ামের স্বজনদের আহাজারি

কুড়িয়ে পাওয়া লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কুড়িয়ে পাওয়া লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম সিয়াম (৩)। সে সাধুবান্ধা গ্রামের দুলাল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনার লিচুগাছের নিচে খেলছিল সিয়ামসহ কয়েকটি শিশু। এ সময় গাছের নিচে পড়ে থাকা একটি লিচু কুড়িয়ে খেতে শুরু করে সিয়াম। হঠাৎ লিচুর বিচি সিয়ামের গলায় আটকে যায়। এ সময় শিশুটির শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে। একপর্যায়ে নাক ও মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আহাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শ্বাসনালিতে লিচুর বিচি আটকে যায়।