চট্টগ্রাম নগরের ফলমন্ডির আড়তে বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে পার্সিমন ফল। সম্প্রতি তোলা
চট্টগ্রাম নগরের ফলমন্ডির  আড়তে বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা হয়েছে পার্সিমন ফল। সম্প্রতি তোলা

‘ধনীদের’ ফল পার্সিমন এখন সাধারণ বাজারে

দেখতে অনেকটা পাকা গাবের মতো। সুমিষ্ট, রসালো। মুখে নিলেই স্বাদে মন ভরে যায়। এই ফলের নাম পার্সিমন। ফল ব্যবসায়ীদের ভাষায়, এটি ‘ধনীদের ফল’। একসময় এটি সাধারণ বাজারে বিক্রি হতো কম। চট্টগ্রাম নগরের ফলের বড় আড়ত ফলমন্ডিতে দেখা গেল, পাঁচ-ছয়টি আড়তে পার্সিমন বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানালেন, গত বছর এই ফলের পাইকারি দাম ছিল প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। এ বছর দাম নেমেছে পাইকারিতে ৭২০ থেকে ৭৮০ টাকা।