ভাঙচুর করা গাড়ি
ভাঙচুর করা গাড়ি

দুই কাস্টমস কর্মকর্তার ওপর হামলা কেন

অবৈধভাবে পণ্য খালাসে বাধা দেওয়ার কারণেই চট্টগ্রামে কাস্টমস হাউসের দুই কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি প্রায় ৪০ কোটি টাকা মূল্যের দুটি চালান জব্দ করা হয় চট্টগ্রাম কাস্টমসে। এ কারণে কাস্টমস কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ একটি সংঘবদ্ধ চক্র এ হামলার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন এনবিআর কর্মকর্তারা। সম্ভাব্য এসব কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।