ছেলের বাসায় বেড়াতে এসে সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া রান্নাঘর। বুধবার সকালের দিকে এ বিস্ফোরণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।গাজীপুরের মারিয়ালি কলাবাগান এলাকায়
ছবি: প্রথম আলো

দুই ছেলে গাজীপুরে ভাড়া বাসায় থেকে বিভিন্ন এলাকায় অটোরিকশা চালান। তিন দিন আগে ময়মনসিংহ থেকে মা কদরজান বেগম ছেলেদের সঙ্গে দেখা করতে আসেন। ওই বাসায় রান্না করতে গিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী কলাবাগান এলাকায় আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কদরজান বেগম (৬৫) ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুমগাও গ্রামের আবদুল হাকিমের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারীর দুই ছেলে দীর্ঘদিন ধরে গাজীপুরের মারিয়ালী কলাবাগান এলাকায় মমতাজ বেগমের বাড়িতে ভাড়া থেকে শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশা চালিয়ে আসছেন। তিন দিন আগে ছেলেদের সঙ্গে দেখা করতে গাজীপুরে আসেন মা। আজ সকাল আটটার দিকে ছেলেরা কাজে বের হন। মা কদরজান সকাল ১০টার দিকে রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করতে গেলে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় রান্নাঘরসহ পাশের আরও দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। পরে ঘর থেকে অগ্নিদগ্ধ কদরজানের লাশ উদ্ধার করা হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আধা পাকা একটি টিনের ঘর পুড়ে গেছে এবং অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, সুরতহাল শেষে লাশটি জয়দেবপুর থানার পুলিশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।