সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

এক মোটরসাইকেলে ৪ আরোহী, ট্রাকের ধাক্কায় দুজন নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ মিয়া (২৪) এবং একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে কৌশিক মিয়া (২৩)। আহত দুজন হলেন শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত মিয়া (২২) ও বিষ্ণুপুর গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ মিয়া (২৩)। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, নিহত ও আহত চারজন একই মোটরসাইকেলে করে ঢোলভাঙ্গা বাজার থেকে পলাশবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে তাঁরা ঢোলভাঙ্গা এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় গাইবান্ধা থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শ্রাবণ ও কৌশিক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ থানায় রাখা হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।