বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় করা হত্যাসহ একাধিক মামলার আসামি বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আমিনুল ইসলাম বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সদর উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলেন। এ ছাড়া গত বছরের ৫ আগস্ট পর্যন্ত তিনি বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ৫ আগস্টের পর ছাত্র–জনতার ওপর হামলা ও গুলির অভিযোগে ৯টি মামলায় আসামি করার পর তিনি আত্মগোপনে চলে যান। এ ছাড়া বগুড়া সদর উপজেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি তিনি। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক।
আমিনুল ইসলামকে বগুড়া ডিবির কার্যালয়ে রাখা হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের করা মামলাসহ আমিনুল ইসলামের বিরুদ্ধে মোট ২১টি মামলা তদন্তাধীন ও আদালতে বিচারাধীন। ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় করা ৯টি মামলার পর তিনি পলাতক ছিলেন। পর্যায়ক্রমে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আগামীকাল রোববার তাঁকে আদালতে তোলা হবে।