ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেন প্রকল্প বাতিলের প্রতিবাদে বরিশালে গণ অধিকার পরিষদের মানববন্ধন। রোববার দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেন প্রকল্প বাতিলের প্রতিবাদে বরিশালে গণ অধিকার পরিষদের মানববন্ধন। রোববার দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন সড়ক প্রকল্প বাতিলের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়ক প্রকল্পসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিলের প্রতিবাদ জানিয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। রোববার দুপুরে কর্মসূচি থেকে প্রকল্প বাতিলের আদেশ প্রত্যাহার করে তা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

দুপুরে নগরের সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনের আয়োজন করে মহানগর গণ অধিকার পরিষদ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ যুগ যুগ ধরে উন্নয়নবঞ্চনার শিকার। নদীমাতৃক হওয়ায় এই অঞ্চল যোগাযোগবিচ্ছিন্ন থাকায় শিল্পায়নসহ অর্থনৈতিক বিকাশ হয়নি। পদ্মা সেতু চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের যোগাযোগবিচ্ছিন্নতার অভিশাপ ঘুচে যায় এবং সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা পায়। এতে যানবাহনের সংখ্যা বেড়েছে। কিন্তু মহাসড়ক প্রশস্ত না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সরু মহাসড়কের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত হয়নি। এ অবস্থায় ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প নেওয়া হয়েছিল। সম্প্রতি ওই প্রকল্প বাতিল করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এটা হলে দক্ষিণাঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার শেষ থাকবে না।

গণ অধিকার পরিষদের বরিশাল মহানগরের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান, জেলা ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান সিকদার, মহানগর শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস ফরাজি প্রমুখ।

বক্তারা বর্তমান সরকারকে উদ্দেশে বলেন, ‘আপনারা যদি দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্ন নিয়ে খেলা করেন, তাহলে ফ্যাসিস্টদের মতো আপনাদের বিরুদ্ধেও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।’ তাঁরা অবিলম্বে এ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাসহ বর্তমান সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।