চিপসের প্যাকেটে সাজানো হলো বরের গাড়ি

ফুলের পরির্বতে চিপসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে বরের গাড়ি। মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলার নিউমার্কেটের সামনে
ছবি: প্রথম আলো

বিয়ের গাড়িতে রংবেরঙের ফুলের শোভা পেলেও এবার চিপসের প্যাকেট দিয়ে গাড়ি সাজিয়েছেন সৌদিপ্রবাসী এক যুবক। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জাহিদ হাসান নামের ওই যুবক তাঁর বিয়ের গাড়ি সাজিয়েছেন চিপস, ঝালমুড়ি ও ডালমুঠের প্যাকেট দিয়ে। ব্যতিক্রমভাবে সাজানো সেই গাড়ির ছবি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

আজ মঙ্গলবার রায়পুর উপজেলার নিউমার্কেটের সামনে চিপস দিয়ে সাজানো গাড়িটি (প্রাইভেট কার) দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। ওই গাড়ির মধ্যে গলায় ফুলের মালা দিয়ে বরের সাজে বসেছিলেন জাহিদ।

জাহিদ উপজেলার চরপাতা ইউনিয়নের মধ্য চরপাতা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি সৌদিপ্রবাসী। বিয়ের উদ্দেশ্যে সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। বিয়ের কনে সানজিদা আক্তার উপজেলার হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি হায়দরগঞ্জ মডেল কলেজে পড়াশোনা করেন।

বর জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘আমার বিয়েতে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা ছিল। ভাবলাম, ফুলের পরিবর্তে চিপস বা চকলেট দিয়ে বরযাত্রীর গাড়ি সাজালে বাচ্চারাও আনন্দ পাবে।’ ফেসবুকে ‘ভাইরাল’ হওয়ার মানসিকতা থেকে এটি করা হয়নি বলে তিনি দাবি করেন।

জাহিদ হাসান আরও বলেন, বিয়ের অনুষ্ঠানে আসা সাজানো গাড়ি থেকে শিশুরা ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায়। তারা ফুলগুলো ফেলে দেয়। চিপসগুলো ছিনিয়ে নিয়ে তারা খাচ্ছে। শিশুরাও বেশ আনন্দ পেয়েছে।