
ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি দোকানে কয়েক ব্যক্তির তাস খেলাকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ডিবির পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের দাবি, তাস খেলার নামে ওই দোকানে জুয়ার আসর বসানো হয়েছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তারা কয়েকজনকে আটক করে। পরে সংঘবদ্ধ হয়ে এলাকাবাসী তাদের ওপর হামলা করেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ডিবির পাঁচ কর্মকর্তার মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) জব্বার হোসেন (৪৫), দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) ও এএসআই শফিকুল ইসলাম (৪০)। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ডুমাইন বাজারে ডিবির অভিযানের সময় পাশের আড়পাড়া গ্রামের কয়েকজন লোক সহযোগিতা করেন। ডিবি বাজারের একটি দোকানে তাস খেলা কয়েকজন ব্যক্তি জুয়া খেলছেন অভিযোগ তুলে তাঁদের আটক করে। আটক ব্যক্তিদের মুঠোফোন ও টাকা জব্দ করা হয়। এ সময় ডিবি পুলিশের সদস্যরা স্বাক্ষর নিতে বাজার কমিটির সভাপতিকে খুঁজছিলেন। এরপর আটকের বিষয়টি জানাজানি হলে আটক ব্যক্তিদের পক্ষে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে দেশি অস্ত্র নিয়ে ডিবির ওপর হামলা করেন। হামলায় ডিবির পাঁচ সদস্য আহত হন। একপর্যায়ে আটক দুজনকে গাড়িতে তুলে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। আহত পুলিশ কর্মকর্তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তৌসিফ সরকার প্রথম আলোকে বলেন, আহত পুলিশ সদস্যদের মধ্যে জব্বারের মাথায় ধারালো অস্ত্রের তিনটি কোপের চিহ্ন আছে। অন্য দুজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে গুরুতর আঘাত নেই। সবাই আশঙ্কামুক্ত।
ডুমাইন বাজার মালিক সমিতির সভাপতি আকামত শেখ বলেন, রাত সাড়ে আটটার দিকে ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর হামলায় ডিবি পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।
খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, ডুমাইন বাজারে একদল লোক জুয়া খেলছিলেন এবং মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের ৮ থেকে ১০ সদস্যের একটি দল। অভিযানে ডিবির সদস্যরা জুয়া খেলা ও মাদক সেবনরত ব্যক্তিদের আটক করেন। তবে আইনগত প্রক্রিয়ার জন্য এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্বাক্ষর নেওয়ার প্রয়োজন ছিল। এ জন্য কিছুক্ষণ দেরি হয়। একপর্যায়ে এলাকাবাসীর হামলায় ডিবি সদস্যরা আহত হন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে ডিবির কোনো ভুল আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।