
ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইকচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলার ময়না গ্রামের শাহ জাফর মহিলা মাদ্রাসার সামনে মহম্মদপুর-বোয়ালমারী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন হাট ময়না গ্রামের আমিনুল রহমান মোল্লার স্ত্রী পারভিন বেগম (৪০) এবং তাঁর চার মাসের নাতি মহসিন। স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) রেজাউল করিম নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে জুনু বেগম (৫০) নামের একজনের নাম জানা গেছে। বাকি দুজন হলেন ইজিবাইকের চালক ও তাঁর স্ত্রী। তাঁদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত তিনজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভিন বেগম তাঁর কোলে নাতিকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় প্রতিবেশী জুনু বেগমও তাঁদের পাশে বসে ছিলেন। এ সময় বোয়ালমারীগামী একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের তিনজনকে চাপা দিয়ে ঘটনাস্থলেই উল্টে যায়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রী মারাত্মক আহত হন। আহত জুনু বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর চারজনকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পারভিন বেগম ও তাঁর নাতি মহশিনের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন কর্তব্যরত চিকিৎসক। পথে পারভিন বেগম ও শিশুটি মারা যান।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘ইজিবাইকচাপায় দাদি ও নাতি নিহত হয়েছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’