
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ১২ বছর বয়সী দুই শিশু শিলা ও নীলা ওই গ্রামের রিকশাচালক মো. আবদুস সালামের মেয়ে। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, আজ দুপুরে বৃষ্টি হচ্ছিল। তখন শিলা ও নীলা আরও দুই শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি ডোবায় গোসল করতে যায়। একপর্যায়ে শিলা ও নীলা পানিতে তলিয়ে যায়। পরে অন্য দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। তবে তখনই তাদের মৃত ঘোষণা করা হয়।
মোখলেছ আলী আরও বলেন, শিশুদের বাবা মো. আবদুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুই মেয়ের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। এ বিষয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে কি না জানতে চাইলে মোখলেছ আলী বিকেল পাঁচটার সময় বলেন, ‘শুনেছি, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তবে এখনো ঘটনাস্থলে আসেনি।’