
পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে তাঁদের বহিষ্কার করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় তিনজন এবং বান্দরবান ও কক্সবাজারে দুইজন রয়েছেন। এদিন ইংরেজি প্রথম পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৫৭২ জন। এর মধ্যে উপস্থিতির সংখ্যা ৯৭ হাজার ৯৯৩ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৭৯ জন। চট্টগ্রাম জেলায় তিনজন এবং বান্দরবান ও কক্সবাজারে দুজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, কেন্দ্র সচিব ও দায়িত্বরত শিক্ষার্থীরা পরিদর্শনে গেলে সেখানে হাতেনাতে তাঁদের নকলসহ ধরা হয়। পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে তিন জেলায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত রোববার বাংলা দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাঁদের একজন হাটহাজারীর নাজিরহাট কলেজ কেন্দ্রে এবং আরেকজন মিরসরাইয়ে জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। নাজিরহাট কেন্দ্রের ওই শিক্ষার্থী হলে মুঠোফোন নিয়ে এসেছিলেন। তা থেকে দেখে নকল করছিলেন। অন্যদিকে জোরারগঞ্জের ওই শিক্ষার্থী হাতে লেখা নকল নিয়ে এসেছিলেন।
চট্টগ্রাম বোর্ডে এ বছর সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ৯৭৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী আছেন ৭১ হাজার ৯৪৭ জন। চট্টগ্রাম নগরে পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৮০ জন। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।