শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ক্যাম্পাসে তোলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ক্যাম্পাসে তোলা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৮২ শতাংশ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮১ দশমিক ৮১ শতাংশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঢাকা ও সিলেটের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গতকাল সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ সেলিম জানান, ঢাকার কেন্দ্রগুলোতে ৪৩ হাজার ২৫৭ জন আবেদনকারীর মধ্যে ৩৫ হাজার ৮৯৫ জন এবং বিশ্ববিদ্যালয়সহ সিলেটের কেন্দ্রগুলোতে ৯ হাজার ৫৯০ জন আবেদনকারীর মধ্যে ৭ হাজার ৩৪০ জন পরীক্ষায় অংশ নেন। ঢাকায় উপস্থিতির হার ৮২.৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬.৫৪ শতাংশ।

কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদ, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, জীববিজ্ঞান অনুষদ এবং ভৌতবিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) আওতায় মোট ১৮টি বিভাগে আসন আছে ৯৮৫টি।

এদিকে আজ বুধবার বেলা তিনটা থেকে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ভর্তি পরীক্ষা ঢাকা ও সিলেটের দুই বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে ঢাকায় ১৩ হাজার ৮৩৮ জন এবং সিলেটে ৮ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানান ভর্তি কমিটির সদস্যসচিব।