
গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্বাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইসমাইল পালোয়ান (৪৫)। তাঁর বাড়ি দুর্বাটি এলাকায়। ইসমাইল ফেরি করে বিভিন্ন ভেষজ ও হারবাল ওষুধ বিক্রি করতেন। ইসমাইলকে হত্যায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হলেন একই এলাকার তোফাজ্জল পালোয়ান (৫৫), তাঁর স্ত্রী সাবিনা আক্তার (৪৫) এবং তাঁদের পরিবারের কয়েজন সদস্য। এ ছাড়া সুফল পালোয়ান (৩৬) নামের এক যুবকের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল পালোয়ান ও অভিযুক্ত তোফাজ্জল পালোয়ান চাচাতো ভাই। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকালে ইসমাইল পালোয়ান বিরোধপূর্ণ জমি থেকে ধান কাটতে গেলে তোফাজ্জল ও তাঁর সহযোগীরা ওই জমি নিজেদের দাবি করে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও সংঘর্ষ হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা ইসমাইলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তোফাজ্জল পালোয়ান তাঁর হাতে থাকা হাতুড়ি দিয়ে ইসমাইল পালোয়ানকে বেধড়ক পেটাতে শুরু করেন। একপর্যায়ে ইসমাইল নিস্তেজ হয়ে পড়লে তাঁকে ফেলে রেখে চলে যান হামলাকারীরা। পরে স্থানীয় বাসিন্দারা ইসমাইলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা শামীম বলেন, দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে ইসমাইল পালোয়ান নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তিদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।