
টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারীর হাত থেকে মুঠোফোন রক্ষা করার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে মির্জাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম জাহিদুল ইসলাম (২৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আহমেদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বর্ণনা দিয়ে জাহিদুল জানান, গ্রামের বাড়ি যেতে তিনি ঢাকার বিমানবন্দর স্টেশন থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ওঠেন। বিকেল পাঁচটার দিকে ট্রেনটি মির্জাপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য গতি কমাতে থাকে। এ সময় তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী তাঁর হাতে থাকা মুঠোফোন ছিনিয়ে নিতে হাত ধরে টান দেন। ছিনতাইকারী মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান। আর তিনি ট্রেন থেকে স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তাঁর মাথা ফেটে যায়।
পরে জাহিদুলকে তাঁর এক সহযাত্রী মির্জাপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেন। ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।