চুয়াডাঙ্গা জেলার মানচিত্র
চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশটিতে অবৈধভাবে বসবাসকারী ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ৭৬ নম্বর প্রধান খুঁটির কাছে শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আনুষ্ঠানিক পতাকা বৈঠক শেষে এই হস্তান্তরপ্রক্রিয়া সম্পন্ন হয়।

বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এবং বিএসএফের পক্ষে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার সুজিত কুমার নেতৃত্ব দেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

হস্তান্তর করা ১৫ বাংলাদেশির মধ্যে ৯ জন কুড়িগ্রাম, ৫ জন লালমনিরহাট ও একজন গাজীপুরের বাসিন্দা। তাঁদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৭টি শিশু।

চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান প্রথম আলোকে জানান, ওই ব্যক্তিদের ভারতের হরিয়ানা থেকে আটক করে সেখানকার পুলিশ। হরিয়ানা রাজ্যের নারনৌল কারাগারে তিন মাস আটক রাখার পর পুলিশ গতকাল তাঁদের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে। বিএসএফ আটক ব্যক্তিদের নাম-ঠিকানা, পরিচয়সহ একটি তালিকা বিজিবির কাছে হস্তান্তর করেছে। তালিকা ধরে নাম–পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ ওই ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। তাঁদের নিজ নিজ ঠিকানায় নিয়ে যেতে আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।

বিজিবির সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে প্রাপ্তবয়স্করা হরিয়ানায় ইটভাটায় কাজ করতেন।