টুঙ্গিপাড়ায় ছাত্রদলের পদ পাওয়া নেতা বললেন, তিনি রাজনীতি করেন না

রাজ তালুকদার
ছবি: ফেসবুক থেকে নেওয়া

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ পাওয়া একজন দাবি করেছেন, তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, ভবিষ্যতেও যুক্ত হবেন না। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। তবে ছাত্রদলের নেতারা বলছেন, পদ পেতে জীবনবৃত্তান্ত দিয়েছিলেন ওই ব্যক্তি।

রাজ তালুকদার নামের ওই ব্যক্তিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসব কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আবদুর রহিম।

কমিটি গঠনের পর গতকাল রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তবে সেই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’

এ বিষয়ে জানতে চাইলে রাজ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘কমিটি সম্পর্কে আমি কিছুই জানি না। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না, আর এখনো নেই। বিষয়টি ইতিমধ্যে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ককে জানিয়েছি, আর ফেসবুকে পোস্ট করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন বলেন, ‘রাজ নামের ছেলেটি ছাত্রদলের কমিটিতে আসার জন্য আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তাঁর এই কর্মকাণ্ড আমাকে অবাক করেছে। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’