Thank you for trying Sticky AMP!!

ময়মনসিংহ সিটি নির্বাচনে শহরতলির ২৯ নম্বর ওয়ার্ডের বাড়েরা উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের সারি। আজ বেলা সাড়ে ১১টার দিকে

ময়মনসিংহে শহরের চেয়ে শহরতলিতে ভোটারের উপস্থিতি বেশি

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার সকাল থেকে শহরের চেয়ে শহরতলির ওয়ার্ডগুলোয় ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে শহরতলির কেন্দ্রগুলোর সামনে প্রার্থীদের সমর্থকদের উল্লাস চোখে পড়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে নগরের ৮ নম্বর ওয়ার্ডের সিটি কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোটার উপস্থিতি অনেকটা কম। কেন্দ্রের মাঠ ফাঁকা। সে সময় ভোট দিয়ে বের হওয়ার পথে দেবেশ চন্দ্র চক্রবর্তী নামের এক ভোটার বলেন, দ্রুত সময়ের মধ্যে ইভিএমে ভোট দিয়েছেন তিনি। দুপুরের পর ভোটার বাড়বে বলে মনে করেন দেবেশ চন্দ্র চক্রবর্তী।

সিটি কলেজিয়েট স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইমরান হাসান বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৫৯ জন। প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ১৭০টি।

শহরের চেয়ে শহরতলির ওয়ার্ডগুলোয় ভোটার উপস্থিতি অনেকটাই বেশি চোখে পড়েছে। নগরের ২৯ নম্বর ওয়ার্ডটি সিটি করপোরেশনের সম্প্রসারিত ওয়ার্ড। ওই ওয়ার্ডের ভোটকেন্দ্র বাড়েরা উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে প্রচুর মানুষের উপস্থিতি। কেন্দ্রের ভেতরে দেখা যায় নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি।

ময়মনসিংহ নগরের ৮ নম্বর ওয়ার্ডের সিটি কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। আজ বেলা সাড়ে ১০টার দিকে

ওই বিদ্যালয়ের সামনে কথা হয় শহীদুল ইসলাম নামের এক ভোটারের সঙ্গে। তিনি বলেন, সকালের দিকে ভোটারসংখ্যা কম ছিল। তখন ভোট দিয়েছেন তিনি। ইভিএমে ভোট দেওয়ার কারণে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে বলে জানান তিনি।

বাড়েরা উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর জলিল বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। এ কেন্দ্রের মোট ভোট ২ হাজার ২৯৯টি। প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ৩৪২টি। দুপুর ১২টা পর্যন্ত এ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮০৮টি। তিনি আরও বলেন, শুরুর দিকে ইভিএমের একটু ধীরগতি থাকলেও পরে সেটি স্বাভাবিক হয়ে গেছে।