বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলো পঞ্চম শ্রেণির নিশো আক্তার (১২) ও তৃতীয় শ্রেণির রাফসি আহসান (১০)।

জানা গেছে, বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের খোলা লাইনে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ছাদে সব সময় তালা দেওয়া থাকে। এদিন কে বা কারা তালা খুলেছে, তা আমরা জানি না। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের তারটি গেছে। ঘটনার সময় চিৎকার শুনে ছাদে গিয়ে তাদের আমরা উদ্ধার করি।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা আক্তার বলেন, দুই শিশুর শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাতে গুরুতর জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।