গ্রেপ্তার
গ্রেপ্তার

ঝিনাইদহে বিএনপি কর্মী দুই ভাই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিএনপি কর্মী দুই ভাই হত্যা মামলার আসামি মো. বাবলু ওরফে ঘ্যানা (৫০) গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারের সময় বাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ইবি-১০ সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম।

গ্রেপ্তার বাবলু উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামের বিএনপি নেতা মহব্বত হোসেন ও ইউনুছ আলী হত্যা মামলার আসামি। গত ১ জুন বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তাঁরা নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিএনপির একটি অংশ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। রাতেই অভিযান চালিয়ে বাবলুকে গ্রেপ্তার করা হয়।

লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, বাবলুকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও যেসব আসামি পলাতক, তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলু একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির একটি অংশের ঘনিষ্ঠতায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।