হবিগঞ্জের বাহুবল উপজেলার র‌শিদপুর গ্যাসক্ষেত্র
হবিগঞ্জের বাহুবল উপজেলার র‌শিদপুর গ্যাসক্ষেত্র

হবিগঞ্জে কূপের সংস্কারের পর নতুন গ্যাসের সন্ধান

হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে সংস্কার কাজের পর নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) জানায়, কূপটি থেকে আগামী ১০ বছরে ২৫.৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে, যার আনুমানিক বাজার মূল্য ৪ হাজার ৭০০ কোটি টাকা। এসজিএফএল বর্তমানে আরও কয়েকটি কূপ খনন ও সংস্কারের কাজ করছে, যা সফল হলে দেশে গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করা যায়।