লায়লা পারভীন
লায়লা পারভীন

সাতক্ষীরায় নিজ বাসা থেকে সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন গ্রেপ্তার

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক লায়লা পারভীনকে (সেজুতি) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে শহরের ইটেগাছা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লায়লা পারভীন ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তিনি তদন্তাধীন আসামি।

ওসি আরও বলেন, মামলার প্রাথমিক তদন্তে তাঁর (লায়লা পারভীন) ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ শাখা (ডিবি) ও সদর থানা যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে দ্রুত আদালতে পাঠানো হবে।