সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায়
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আবারও মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে ১০ দিনের আলটিমেটাম দিয়েছেন তাঁরা। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিকে শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস-৩–এর সামনে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে সংবাদ সম্মেলন করে দাবি বাস্তবায়নে ১০ দিনের সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। পরে বেলা দেড়টার দিকে তাঁরা মহাসড়কটি ছেড়ে দেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোমিনা রহমান, সমাজবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন ও বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ মুন্তাসির বক্তব্য দেন।

শিক্ষার্থীরা বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ১০ দিনের আলটিমেটাম দেওয়া হচ্ছে। এই সময়ে মধ্যে যদি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাসের কার্যকরী ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কঠোর কর্মসূচি পালন করা হবে। এমনকি প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ আট বছরেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস না হওয়ায় শিক্ষার্থীরা সব দিকে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। খেলাধুলার মাঠ না থাকার কারণে শারীরিক ও মানসিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবার বাধ্য হয়েই তাঁরা মাঠে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

গত তিন মাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন। এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন তিন-চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে আসছেন। সম্প্রতি এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় সচেতন নাগরিক ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটি আন্দোলনে একাত্মতা প্রকাশ করে।

এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য সংশোধিত প্রকল্পের ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) বাজেট প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। গত মঙ্গলবার দুপুরে কমিশনে জমা হওয়া সবুজ পাতা প্রকল্পগুলোর পর্যবেক্ষণ সভায় এটি অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য সুমন কান্তি বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, কমিশনের পর্যবেক্ষণ সভায় অনুমোদনের মাধ্যমে এই প্রকল্প প্রস্তাবটি এখন সবুজ পাতায় উন্নীত হয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অনুমোদিত প্রকল্পটি আবারও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানোর কথা। সেখানে ইউজিসির সভায় আবারও অনুমোদন করে এটি জাতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য পাঠানোর কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, ২০১৭ সালে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্থাপন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পটির ডিপিপি বাজেট করা হয়েছিল ৯ হাজার ২০০ কোটি টাকা। এরপর এটি পরিকল্পনা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথমে পুনর্গঠিত প্রস্তাবনা করা হয় ২ হাজার ৭২০ কোটি টাকা। সাতবার ডিপিপি বাজেট পুনর্গঠিত প্রস্তাবনা করার পর অষ্টমবারে এসে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়ায়। প্রস্তাবিত প্রকল্পের মেয়াদকাল হবে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৯ পর্যন্ত।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন প্রায় প্রতিদিন বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা দীর্ঘসময় মহাসড়কটি অবরোধ করে রাখায় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের ভোগান্তি হচ্ছে।