বাংলাদেশ–ভারত সীমান্ত
বাংলাদেশ–ভারত সীমান্ত

সুনামগঞ্জ সীমান্তে বালু তুলতে গেলে দুই শ্রমিককে ধরে নিয়ে যায় বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদীতে বালু তুলতে গেলে দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের চেলা নদীর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধীন।

বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই দুই শ্রমিক একটি ছোট বারকি নৌকা নিয়ে চেলা নদী পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানেই বিএসএফ তাঁদের ধরে নিয়ে যায়।

বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুর হক বলেন, দুই শ্রমিক ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বালু তুলতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ বাধা দিলে অন্য শ্রমিকেরা মিলে বিএসএফকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিএসএফ ওই দুজনকে ধরে নিয়ে যায়। তাঁদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক মঙ্গলবার দুপুরে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো ওই দুই শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।’