বাঘাইছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়িতে দুই পক্ষের গোলগুলি হয়েছে
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

রাঙামাটির বাঘাইছড়িতে দুটি পক্ষের মধ্যে গোলগুলি হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা বঙ্গলতলী ইউনিয়নের উত্তর বঙ্গলতলীর শুভরঞ্জন কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে উপজেলার উত্তর বঙ্গলতলী ইউনিয়নের শুভরঞ্জন কার্বারিপাড়ায় ইউপিডিএফের একদল সদস্য অবস্থান করছেন—এমন খবর পেয়ে জেএসএসের একটি দল তাদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে তাঁর নাম–পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একটি শিশুসহ চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে শুভরঞ্জন কার্বারিপাড়ার প্রজ্ঞা চাকমা (৫) নামের একটি শিশু রয়েছে।

আহত অন্য তিনজনের মধ্যে ইউপিডিএফের সদস্য মরত চাকমা রয়েছেন। অন্য দুজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর শুভরঞ্জন কার্বারিপাড়ায় আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে জেএসএস ও ইউপিডিএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা শুনেছি। ৫ বছরের একটি শিশু আহত হয়েছে। উভয় পক্ষের মধ্যে কয়েকজন হতাহত হয়েছেন।’

জানতে চাইলে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির প্রথম আলোকে বলেন, বঙ্গলতলী এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া যায়। তবে নিহত হওয়ার খবরটির সত্যতা পাওয়া যায়নি।