কাদাপানিতে আটকে রয়েছে দুটি ডলফিন। জেলেরা তাদের সেখান থেকে উদ্ধার করছেন। জেলে আশরাফ উদ্দিনের ধারণ করা ভিডিও থেকে নেওয়া ছবি।
কাদাপানিতে আটকে রয়েছে দুটি ডলফিন। জেলেরা তাদের সেখান থেকে উদ্ধার করছেন। জেলে আশরাফ উদ্দিনের ধারণ করা ভিডিও থেকে নেওয়া ছবি।

চরের কাদায় আটকে ছিল দুটি ডলফিন, নদীতে ছেড়ে দিলেন জেলেরা

নোয়াখালীর নিঝুম দ্বীপের চরে জোয়ারের তোড়ে ভেসে আসে দুটি ডলফিন। এরপর আটকে ছিল চরের কাদাপানিতে। মাছ ধরতে যাওয়া জেলেরা এ সময় ডলফিন দুটি দেখতে পান। পরে ওই জেলেরা ডলফিন দুটিকে নদীর গভীর পানিতে ছেড়ে দিয়েছেন।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে নিঝুম দ্বীপের বন্দরটিলা ও পার্শ্ববর্তী দমারচরের মধ্যবর্তী এলাকায় ডলফিন দুটি আটকা পড়ে। নিঝুম দ্বীপের বন্দরটিলা এলাকার বাসিন্দা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ওই এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন আশরাফ উদ্দিনসহ স্থানীয় কয়েকজন জেলে। তাঁরা হঠাৎ দেখতে পান, চরের কাদাপানিতে দুটি ডলফিন আটকে রয়েছে। পরে তাঁরা ডলফিন দুটিকে নদীর গভীর পানিতে চলে যেতে সহায়তা করেন।

মো. বেলাল উদ্দিন বলেন, নিঝুম দ্বীপের বন্দরটিলা ও দমারচরের মাঝখানে ভাটার সময় নদীর পানি অনেকটাই কমে যায়। দমারচরে যাঁরা চাষাবাদ করেন, ওই সময়টায় তাঁরা হেঁটেই নদী পার হন। আবার ভাটার সময় জেলেরা ওই এলাকায় মাছ ধরতে যান। গতকালও মাছ ধরতে গিয়ে জোয়ারের সঙ্গে আসা ডলফিন ‍দুটি দেখেছেন জেলেরা। তিনি আরও বলেন, জেলে আশরাফ উদ্দিন ডলফিন দুটির ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। এরপর আজ রোববার বিষয়টি জানাজানি হয়।

জানতে চাইলে বন বিভাগের নিঝুম দ্বীপ বিটের কর্মকর্তা মো. সোহাগ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখার পর তাঁরা এ বিষয়ে খোঁজ নেন। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জেনেছেন, দুটি ডলফিনকেই নদীর গভীর পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।