‘আমি মা অইয়া শুধু ছেলের মরণ দেখলাম, কিছুই করতে পারলাম না’

এআই/প্রথম আলো
এআই/প্রথম আলো

মামার বাড়ির কাছাকাছি রাস্তার পাশে খেলা করছিল তিন বছরের শিশু মো. জিহাদ। খানিকটা দূরে দাঁড়ানো ছিলেন শিশুটির মা। খেলা করতে করতে দৌড়ে রাস্তায় উঠতেই পেছন থেকে একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর জখম হয় শিশুটি। সেখান থেকে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের আ. আহাদ ও আমেনা বেগম দম্পতির ছেলে।

জিহাদের মা আমেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার চোখের সামনে অটোরিকশা আমার ছেলেরে চাপা দিয়া চইলা গেল। আর আমি মা অইয়া শুধু ছেলের মরণ দেখলাম। কিছুই করতে পারলাম না। এই কষ্ট নিয়া আমি ক্যামনে বাঁচুম। আমি ওই অটোওয়ালার বিচার চাই। কেন সে আমার বুকটা খালি করল। আমি অনে কী নিয়া বাঁচুম, কে আমারে মা বইলা ডাকব?’

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। অটোরিকশার চালককে আটকের চেষ্টা চলছে।