নেত্রকোনায় গাছে একই রশিতে ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

নেত্রকোনার মদনে স্বামী–স্ত্রীর মরদেহ দেখতে মানুষের ভিড়। বুধবার সন্ধ্যায়
ছবি: প্রথম আলো

নেত্রকোনার মদনে গাছে বাঁধা একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বাঁশরী কান্দাপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়া দম্পতি হলেন আজিজুল ইসলাম (২৩) ও লিমা আক্তার (১৯)।

আজিজুল বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজি মিয়ার ছেলে। আর লিমা আক্তার মদন পৌরসভার মদনবাজারসংলগ্ন এমদাদপুর এলাকার বাসিন্দা চান মিয়ার মেয়ে। প্রায় সাত মাস আগে আজিজুল–লিমা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তাঁরা দুজনেই চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। সম্প্রতি ঈদের ছুটিতে তাঁরা বাড়িতে এসেছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় চট্টগ্রামে যাওয়ার কথা ছিল আজিজুল–লিমার। বাসের টিকিটও কাটেন তাঁরা। কিন্তু আজ বেলা তিনটার দিকে তাঁরা ব্যাগ গোছাচ্ছিলেন। কিছুক্ষণ পর তাঁদের ঘরে দেখতে না পেয়ে আজিজুলের মা আদিনা আক্তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনে পুকুর পাড়ে একটি রেইনট্রির ডালে ছেলে ও পুত্রবধূর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাঁর চিৎকারে বাড়ির লোকজন এসে জড়ো হোন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেত্রকোনা পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) দায়িত্বে থাকা সাহেব আলী পাঠান, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসনানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, আজিজুল–লিমা দম্পতি একই রশিতে অর্ধঝুলন্ত অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোন ধরেননি। তবে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদ প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কেন, কী কারণে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করা হচ্ছে। এখনই এ বিষয়ে সুস্পষ্ট কিছু বলা যাচ্ছে না।