
বাংলাদেশে ডলার–সংকটের কারণে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি বন্ধ আছে। সিলেটের ব্যবসায়ীরা ডলারের পরিবর্তে রুপির মাধ্যমে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে এলসি ইস্যু করে কয়লা ও পাথর আমদানি চালু রাখার প্রস্তাব করেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসওয়ালের সঙ্গে সিলেট চেম্বারের নেতাদের মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এমন প্রস্তাব করেন।
চেম্বার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। সভায় ব্যবসায়ীরা বলেন, প্রতিবছর ভারত থেকে বাংলাদেশে আট বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি হয়। এর বিপরীতে বাংলাদেশ থেকে মাত্র ১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ভারতে রপ্তানি হয়। এই বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করে আমদানি-রপ্তানি বাণিজ্যে সমতা বজায় রাখার দাবি জানান তাঁরা।
ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেসওয়াল বলেন, সিলেটের আমদানিকারকেরা ভারতের মেঘালয় ও আসাম থেকে কয়লা ও পাথর আমদানি করে থাকেন। তবে ভারতে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য আরও অনেক পণ্য আছে। সিলেটের আমদানিকারকেরা ভারত থেকে এসব পণ্য আমদানি করে আমদানি-রপ্তানি বাণিজ্যের আরও প্রসার ঘটাতে পারেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক আবু তাহের মো. শোয়েব, জিয়াউল হক, মুশফিক জায়গীরদার, মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী, দেবাংশু দাস, কাজী মো. মোস্তাফিজুর রহমান ও সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাহ আলম প্রমুখ।