দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান। আজ সোমবার সকালে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায়
দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান। আজ সোমবার সকালে কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায়

কক্সবাজারে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ সোমবার সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী গ্রামের হাবিব উল্লাহ (৫৫), তাঁর ৯ বছর বয়সী ছেলে মোহাম্মদ এবং রামুর পূর্ব রাজারকূল গ্রামের বাসিন্দা রিমঝিম বড়ুয়া (৪৩)। তাঁরা বাসের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাকবলিত বাসটি পূরবী পরিবহনের। সেটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, মুখোমুখি সংঘর্ষে বাসটি মহাসড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

মুখোমুখি সংঘর্ষে মহাসড়কের পাশে উল্টে পড়ে যাত্রীবাহী বাসটি

পিএমখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত হাবিব উল্লাহ রামুতে কাপড়ের ব্যবসা করেন। তাঁর সন্তান চট্টগ্রাম নগরের একটি মাদ্রাসায় পড়ত। ঈদের ছুটিতে আসা ছেলেকে মাদ্রাসায় দিতে সকালে পূরবী পরিবহনের ওই বাসে ওঠেন হাবিব উল্লাহ।