গণপিটুনি
গণপিটুনি

তজুমদ্দিনে গরু চুরির অভিযোগে পিটুনি, দুই ব্যক্তি নিহত

ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগ তুলে এলাকাবাসী পিটুনি দেওয়ায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোররাত চারটার দিকে সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাপড়ী এলাকায় এক ব্যক্তির গোয়ালঘর থেকে গরু চুরির সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের খাসমহল এলাকার আমির হোসেন (২৮)। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত চারটার দিকে ওই এলাকায় আব্দুল খালেক নামের এক ব্যক্তির গোয়ালঘরে ঢোকেন নয়ন ও আমির। সেখান থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি টের পেয়ে চিৎকার দেন খালেক। এ সময় ধাওয়া দিয়ে নয়ন ও আমিরকে ধরে পিটুনি দেন এলাকাবাসী। পরে ভোর পাঁচটার দিকে তজুমদ্দিন থানা-পুলিশ ঘটনাস্থল থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাঁদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁদের উভয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. খোকন জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে গ্রামটিতে গরু ও মহিষ চুরি বেড়েছে। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে পাহারা বসান। এ কারণে ওই দুই ব্যক্তি সহজেই ধরা পড়েন।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান।