নওগাঁয় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবলীগের সভাপতি এবং নওগাঁ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোদাদদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
গতকাল বুধবার রাত দুইটার দিকে নওগাঁ শহরের চকদেবপাড়ার পোস্ট অফিসপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানা-পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, গত বছরের ৩ আগস্ট নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন বাদী হয়ে খোদাদদ খানসহ ৯২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পর থেকেই খোদাদদ খান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ৩ আগস্ট দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অস্ত্রসজ্জিত অবস্থায় কেডির মোড়ে বিএনপির কার্যালয়ে হামলা চালায়। তাঁরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরের চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। এ সময় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।