
মৌলভীবাজারের বড়লেখার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ফিরে আসা নারী-শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবির টহল দল। আজ শনিবার সকালে সীমান্তবর্তী বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক সোয়া সাতটার দিকে বড়লেখা উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে নারী-শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিক এবং তাঁদের সহায়তাকারী একজনসহ ১১ জনকে আটক করেছে বিজিবির টহল দল। আটক ১০ জনের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন, শিশু ৪টি এবং তাঁদের সহায়তাকারী একজন রয়েছেন।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে, তাঁরা সুনামগঞ্জ জেলার বেদেপল্লির সদস্য। ছয় মাস আগে মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তাঁরা। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ নাগরিক উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে আটক ব্যক্তিরা বাংলাদেশে ফেরত আসার সিন্ধান্ত নেন। সে অনুযায়ী টাকার বিনিময়ে দালালের মাধ্যমে গতকাল শুক্রবার রাতের অন্ধকারে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিজিবি-৫২–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী আজ জানিয়েছেন, আটকক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।