জামালপুরের সরিষাবাড়ীতে গুদাম থেকে জব্দ করা ১০২ বস্তা ভিজিএফের চাল। গতকাল রাতে উপজেলার তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের সামনে
জামালপুরের সরিষাবাড়ীতে গুদাম থেকে জব্দ করা ১০২ বস্তা ভিজিএফের চাল। গতকাল রাতে উপজেলার তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের সামনে

জামালপুরে ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক ব্যবসায়ীর গুদাম থেকে ভিজিএফের ১০২ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া মোড় এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের পর পরই পলাতক আছেন মালিক।

ওই চাল ব্যবসায়ীর নাম আলী হোসেন। তিনি ওই ইউনিয়নের বাশুরিয়া বাজারের চাল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গরিব ও দুস্থদের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি করে বিতরণের জন্য এসব চাল দেওয়া হয়েছিল। তবে ব্যবসায়ী আলী হোসেন এসব চাল অবৈধভাবে কিনে নিজের গুদামে মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাঁর গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১০২ বস্তা চাল উদ্ধার করেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আলী হোসেন পলাতক। পরে এসব চাল উপজেলার তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হবে।