
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ফরিদপুরের নগরকান্দায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। ১২ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক চিঠিতে সম্মেলন স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী অসুস্থতার কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অসুস্থ থাকায় দলের কেন্দ্রীয় নেতাদের পরামর্শ অনুযায়ী ফরিদপুরের নগরকান্দা আওয়ামী লীগের ১২ সেপ্টেম্বরের সম্মেলন স্থগিত করা হলো। সম্মেলনের তারিখ ও সময় পরবর্তী সময়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শক্রমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে ১ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। ওই চিঠিতে বলা হয়েছিল, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন ডাকা হয়েছে। ১২ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সাজেদা চৌধুরী নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য। তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকায় তাঁর পক্ষে নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
সর্বশেষ ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর চৌধুরী সভাপতি ও বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বেলায়েত চৌধুরী বলেন, নগরকান্দা-সালথা আওয়ামী লীগের প্রাণভোমরা সাজেদা চৌধুরী অসুস্থ। এ অবস্থায় সম্মেলন আয়োজন করা সমীচীন ও শোভন হতো না। এ প্রেক্ষাপটে যৌক্তিক কারণেই এ সম্মেলন স্থগিত করা হয়েছে।