
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভিশন-২০৩০ অনুযায়ী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ও তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরের তারেক স্মৃতি মিলনায়তনে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ এ কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সব জাতিগোষ্ঠী যাতে নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম ও সংস্কৃতি চর্চা করতে পারে, সে জন্য বিএনপি সর্বাত্মকভাবে চেষ্টা চালাবে। পাশাপাশি সব জাতিগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অধিকতর সুবিধা নিশ্চিত করবে। তিনি বলেন, একটি মহল বিএনপি সম্পর্কে অপপ্রচার করে যে বিএনপি নির্দিষ্ট ধর্ম-বর্ণের দল। তাদের অপপ্রচার নাকচ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সব ভাষাভাষী, সব ধর্মের, সব সংস্কৃতি, সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও গোত্রের মানুষের দল।
বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের মাধ্যমে সব জাতিগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, শুধু ভাষা বা ধর্মের ভিত্তিতে কোনো জাতি গড়ে উঠতে পরে না। সে জন্যই তিনি বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি প্রদানের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে জাতিসত্তার পরিচয় প্রদান করেছিলেন। বিএনপি বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে এবং তাঁদের আকাঙ্ক্ষা ধারণ করে। সৈয়দ এমরান সব জনজাতিকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সবার আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুবাস বর্মণের সভাপতিত্বে সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল স্বর্ণকান্ত হাজং প্রমুখ।