ডেঙ্গু
ডেঙ্গু

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। আজ রোববার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম শিবুচরণ ভৌমিক (৭৪)। তিনি হাটহাজারীর বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তাঁকে গতকাল শনিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যু হলো আটজনের। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮১১ জন। চলতি মাসে মৃত্যু হয়েছে ছয়জনের।

সবশেষ ২৪ ঘণ্টায় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে এ বছর চিকুনগুনিয়ায় মোট আক্রান্ত হলেন ৭৬৪ জন। এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষায় নির্ধারিত ফির বেশি নেওয়ার অভিযোগে নগরের ২০টি রোগ নির্ণয়কেন্দ্র ও হাসপাতালকে সিভিল সার্জন কার্যালয়ে তলব করা হয়েছে। আগামীকাল সোমবার তাদের সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।