পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বড় বোনের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবতে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু হয়েছে। ছোট বোনটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৃত শিশুর নাম মুনতাহা (৮)। চিকিৎসাধীন শিশুর নাম আয়েশা (৬)। তারা একই এলাকার আবু সায়েদের মেয়ে।

পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার বরাতে সাকোয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন অর রশিদ বলেন, আজ বিকেলে বৃষ্টি হচ্ছিল। এ সময় প্রতিবেশী শিশুদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে বের হয় মুনতাহা ও আয়েশা। বৃষ্টিতে খেলার এক পর্যায়ে হঠাৎ বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে যায় আয়েশা। পানিতে ডুবতে দেখে পুকুরে নেমে ছোট বোনকে উদ্ধার করতে যায় মুনতাহা। সাঁতার না জানায় তারা দুজনই পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশু দুটিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় মুনতাহাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ছোট বোন আয়েশা সেখানে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন।